অনলাইন ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার নিয়ম।
আপনারা যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন এবং ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ফ্রি পেমেন্ট করেছেন। তার অনেকেই জানেন না আপনি ড্রাইভিং লাইসেন্স অনলাইন থেকে অনলাইন কপি কিভাবে ডাউনলোড করতে পারেন। বা কিউ আর কোড সম্মিলিত যে ই-পেপার ড্রাইভিং লাইসেন্স টি রয়েছে সেটি কিভাবে যা ডাউনলোড করতে হয়। আজকে এই পষ্টের মাধ্যমে আমি আপনার সাথে শেয়ার করব অনলাইন ড্রাইভিং লাইসেন্স বের করার নিয়ম ! কি ভাবে মোবাইল ফোন অথবা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে ডাউনলোড করতে পারেন।
অনলাইন ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার নিয়ম।
ড্রাইভিং লাইসেন্সের ই-পেপার ডাউনলোড করতে আপনি আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটার যে কনো একটি ব্রাউজার ওপেন করে । সার্চ অপশনে গিয়ে সার্চ করুন BSP Proton এটি লিখে সার্চ করলে আপনাদের সার্চ অপশনে প্রথম একটি সাইট আসবে brta service brutal নামক একটি সাইট আসবে। এখান থেকে আপনি সাইটটি ওপেন করবেন।
BSP Proton সাইট ওপেন হওয়ার পরে। আপনাদের কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলবে। এখানে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের একাউন্ট রয়েছে। BSP Proton এর ভিতরে যেটির মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছেন। ওইটা ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিবেন।
আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে দিয়ে লগইন করে নিবেন। লগইন করবেন নতুন একটি ইন্টারফেস ওপেন হবে সেখানে গিয়ে। ( ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন) একটু অপশন পাবেন সেই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সকল ইনফরমেশন দেখতে পাবেন যেমন আপনার এন আইডি কার্ডের সকল তথ্য। জেটি দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করছিলেন।
আরো পড়ুন : ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার নিয়ম । ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফরম। ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি।
এর পাশে আপনি (ই ড্রাইভিং লাইসেন্স) নামক একটি অপশন পাবেন এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের ই-পেপার কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। খুব সহজেই। যতদিন না আপনার ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড দিয়ে আসে ততদিন পর্যন্ত আপনি এই ই-পেপার ড্রাইভিং লাইসেন্স টি ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুন : ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম । এসএমএসে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম।
এই পোস্ট টি সম্পর্কে কনো কিছু জানতে বা জানাতে চাইলে Tricksit.com এর কমেন্ট আফসান এ গিয়ে কমেন্ট করুন। পোস্ট টি ভালো লাগলে বন্ধু দের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ…!