অবশ্যই আমাদেরকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে। ড্রাইভিং লাইসেন্স হাতে আসতে অনেক সময় লাগে । ফলে যারা নতুন ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করেছেন তারা অনেক সমস্যার ভিতর থাকে। কখন ড্রাইভিং লাইসেন্স হাতে আসবে ।
বর্তমানে আপনি ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে । আজ আমি বিস্তারিত ভাবে জানবো কিভবে। অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করা করতে পারেন ।
ড্রাইভিং লাইসেন্সের চেক করার নিয়ম।
দুই পদ্ধতিতে আপনি লাইসেন্স চেক করতে পারবেন।
- এসএমএসের মাধ্যমে।
- অ্যাপের মাধ্যমে।
বিস্তারিত ভাবে আলোচনা করব এই দুই পদ্ধতির ব্যাপারে।
ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য রেফারেন্স নাম্বার। প্রয়োজন পড়বে। রেফারেন্স নাম্বার আপনি পাবেন স্বীকার রশিদ এর মধ্যে। রশিদটি ড্রাইভিং লাইসেন্সের এর আবেদনের সকল প্রসেস শেষ করার পরে দেয়া হয়। এই রশিদের মধ্যেও আপনার লাইসেন্স নম্বর এবং রেফারেন্স নম্বর ও অন্যান্য তথ্য দেওয়া থাকে সেখান থেকে আপনার রেফারেন্স নম্বরটি প্রয়োজন পড়বে লাইসেন্স চেক করার জন্য।
এসএমএস এর মাধ্যমে লাইসেন্স চেক করার নিয়ম।
আপনার মোবাইলের মেসেজ অপশনটিতে গিয়ে।
t;ড্রাইভিং লাইসেন্স নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে 01552146222 নম্বরে মেসজ পাঠিয়ে দিলেই ২-৫ মিনিটের মধ্যেই আপনাকে রিপ্লাই মেসেজে এর মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স এর সকল তথ্য জানিয়ে দিবে ।
অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম।
১. সর্বপ্রথম আপনি ফোনের গুগোল প্লে স্টোর / বা অ্যাপ স্টোর থেকে DL checker অ্যাপটি ডাউনলোড করে নিবেন ।
২. তারপর অ্যাপটিতে প্রবেশ করুন। সেখানে প্রথমে আপনার রেফারেন্স নাম্বার টা দিবেন ।
৩. তারপর পরের বক্সে এ আপনার জন্ম তারিখ দিন মাস বছর সহকারে বসিয়ে দিবেন ।
৪. সবকিছু সঠিকভাবে বসানোর পর। সাবমিট অথবা সার্চ বাটনে ক্লিক করবেন ।
সব কিছু সঠিক থাকলে আপনি আপনার লাইসেন্স টি দেখতে পারবেন।
আপনার ড্রাইভিং লাইসেন্স কোন অবস্থায় আছে এবং সকল ইনফরমেশন সঠিক হয়েছে কিনা ? নাকি পেন্ডিং আছে ইত্যাদি আপনার ড্রাইভিং লাইসেন্স সমস্ত বিষয় দেখতে পাবেন।
ভুয়া লাইসেন্স চেক করার নিয়ম।
বর্তমান সময়ে প্রচুর বাটপার রয়েছে। আমরা অনেক সময় দালাল এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের করে থাকি। তারা আমাদের সাথে প্রতারণা করতে পারে । এই প্রতারণা থেকে বাঁচার জন্য আপনি ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারেন খুব সহজেই।
এর জন্য আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে।
টাইপ করুন DL এরপর স্পেস দিন এরপর লাইসেন্স নাম্বারটি দিন। এবং ২৬৯৬৯ এর নাম্বারে মেসেজটি পাঠিয়ে দিন।
২-৫ মিনিট এর মধ্যে আপনাকে জানিয়ে দেয়া হবে ড্রাইভিং লাইসেন্সটি ভুয়া কিনা সঠিক ? সঠিক হলে মুল নাম কি দেওয়া আছে ! লাইসেন্স এর ধরন কি ? এসব ভালো ভাবে পর্যবেক্ষণ করতে পারেন।
পোস্ট টি সম্পর্কে কনো কিছু জানতে বা জানাতে চাইলেtricks it এর কমেন্ট আফসান এ গিয়ে কমেন্ট করুন। পোস্ট টি ভালো লাগলে বন্ধু দের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ..!
1 Comment
Pingback: ড্রাইভিং লাইসেন্স সকল পেশাদার অপেশাদার ড্রাইভার এর জন্য একটি.....